মুজিব বর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার আলোকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প (ক) শ্রেণি এর আওতায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রথম ধাপে পাইকগাছায় ২২০ ভূমিহীন পরিবারের জন্য তৈরী করা হয়েছে উন্নতমানের ঘর।
প্রতিটি পরিবার ২ শতক জমি সহ ১ লাখ ৭১ হাজার টাকার ঘর পাচ্ছেন। ২৩ জানুয়ারী সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী নির্মিত এসব ঘর আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। যারা ঘর পাচ্ছেন বৃহস্পতিবার তাদের সকলের দলিল সম্পাদন সম্পন্ন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/কেএম