খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি: আইন উপদেষ্টা
  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল

পাইকগাছায় ভিন্ন বিকাশ একাউন্টে পাঠানো টাকা ও হারানো মোবাইল উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভুলক্রমে ভিন্ন বিকাশ নম্বরে পাঠানো টাকা ও হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারী) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ভুলক্রমে ভিন্ন বিকাশ নম্বরে পাঠানো টাকা ও হারানো মোবাইল মালিকদেরকে কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, কয়রা উপজেলার চান্নিরচকের বিকাশ মন্ডলের ছেলে রামকৃষ্ণ মন্ডল ১৯ দিন পূর্বে ভুলক্রমে অন্য একটি বিকাশ নম্বরে ৬ হাজার টাকা পাঠায়। যা উদ্ধারের জন্য তিনি থানায় জিডি করেন।

পৃথক ঘটনায় ৭ মাস পূর্বে পাইকগাছার রাড়ুলী গ্রামের বাসিন্দা শাহাজান আলীর ছেলে হাবিবুর রহমানের ১ টি আইটেল মোবাইল ফোন হারিয়ে যায়। ওই ঘটনায় তিনি থানায় জিডি করেন।

সর্বশেষ পৃথক দু’টি জিডির পরিপ্রেক্ষিতে এএসআই নাজমুল ঘটনার তদন্তপূর্বক ভুলক্রমে পাঠানো টাকাসহ হারানো মোবাইল উদ্ধার করেন ও ওসি মোঃ জিয়াউর রহমান সেগুলো মালিকদের নিকট হস্তান্তর করেন। ভুলে পাঠানো টাকা ও হারানো মোবাইল উদ্ধার পূর্বক পুলিশ তা ফিরিয়ে দেওয়ায় উভয়ই থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!