খুলনার পাইকগাছায় প্রেমঘটিত কারণে গলায় ওড়না পেঁচিয়ে প্রিয়া দাশ নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাবুলাল দাস’র মেয়ে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের জনৈক রাজু দাশ’র সাথে প্রিয়ার দীর্ঘ দিন ধরে প্রেমজ সম্পর্ক চলে আসছিল। এরপর বিয়ের দাবিতে সে কৃষ্ণকাটিস্থ রাজুর বাড়িতে গিয়ে ওঠে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিয়ে জেঠুয়া এলাকায় শালিসীতে প্রিয়া দাশের বাড়ি ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হয়। ঐ রাতেই বাড়ি ফিরে প্রিয়া নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঘটনার ধামাচাপা দিতে কতিপয় প্রভাবশালী মহল দৌড়ঝাঁপ শুরু করছে।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/ এস আই