পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার দুঃস্থ ও অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করছেনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, অপরদিকে তাঁর ত্রাণ তহবিল থেকে দেশের দুঃস্থ ও অস্বচ্ছল মানুষকে চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, শেখ হাসিনা জেগে আছেন বলেই আমরা শান্তিতে ঘুমাই। দেশ এবং মানুষের কল্যাণে শেখ হাসিনার অবদান এ দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। এসময় এলাকাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে পবিত্র এ মাসে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারের দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, গৌরঙ্গ বিশ্বাস, সালাউদ্দীন কাদের, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি