পাইকগাছায় প্রথম বারের মতো শুরু হয়েছে সমলয় পদ্ধতির বোরো আবাদ। সরকারের যান্ত্রিকীকরণ কৃষির বাস্তবায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সারা দেশের ন্যায় স্থানীয় কৃষকরা প্রথম বারের মত সমলয় পদ্ধতির এ বোরোর আবাদ করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় স্থানীয় ৫২জন কৃষক ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছেন। কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে গত শনিবার সকালে সাড়ে ৪ হাজার ট্রে’র বীজতলায় বীজ বপন করা হয়।
সূত্র জানায়, এই পদ্ধতিতে ২ জন শ্রমিক প্রতি ঘন্টায় ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে পারবে। আর এতে খরচ হবে ১ লিটার তেল। পদ্ধতিতে এক লাইন থেকে অপর লাইনের (সারির) দূরত্ব হবে ১২ ইঞ্চি, প্রতি চারা থেকে চারার দূরত্ব হবে ৮ ইঞ্চি। এত সকল কৃষকরা একই জাতের ধানের চারা একই সময়ে একই সাথে রোপন করতে পারবেন। এতে কম উৎপাদন খরচে অধিক ফলন পাওয়া যাবে। অন্য যেকোন পদ্ধতির চেয়ে সমলয় পদ্ধতিতে হেক্টরপ্রতি নূন্যতম ৫শ’ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা দাবি করেন। এসময় উপস্থিত কৃষি কর্মকর্তারা মাঠে নেমে বীজ বপন করেন।
উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি প্রকৌশলী দীপংকর বালা সহ স্থানীয় কৃষকরা।
খুলনা গেজেট/ এস আই