পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জনগণের দোর গোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সরকারি সেবা পৌছে দেওয়ার লক্ষে ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ডিজিটাল সেন্টার গুলো থেকে ৫৫.৪ কোটি সেবা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল সেন্টার থেকে সাধারণ মানুষ এজেন্ট ব্যাংকিং, পাসপোর্ট, রাজস্ব বোর্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অভিবাসন, বিমানের টিকিট, চাকুরির আবেদনসহ ইউনিয়ন পর্যায়ের সকল ধরণের সেবা গ্রহণ করছে।
বুধবার সকালে নিজ কার্যালয়ে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্তৃক আয়োজিত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন ইউনিয়ন উদ্যোক্তা কাজী হাসনাত হোসেন, মনিরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, ওসমান সরদার, বিশ্বজিৎ সরকার, হিরন্ময় ও সুমন।
খুলনা গেজেট/এনএম