পাইকগাছার চাঁদখালীর কৈয়েসিটিবুনিয়ায় মহিত কুমার মন্ডল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিত উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা গ্রামের দিনেষ মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, খবর পেয়ে শনিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে কৈয়েসিটি বুনিয়ার একটি ঘেরের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি কেউ। বিষয়টি রহস্যজনক বলেও ধারণা করছেন অনেকে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল রির্পোট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই