খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  সুন্দরবনের বাঘশুমারির চূড়ান্ত ফল ঘোষণা আজ

পাইকগাছায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি অবৈধ দখল

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অবৈধ দখল হচ্ছে কপোতাক্ষ নদের পাউবোর নিয়ন্ত্রনাধীন চরভরাটি জায়গা। উপজেলার শিববাটি ও কাটাখালীর সীমান্তবর্তী স্বরণখালী মৌজায় চরভরাটি প্রায় ১বিঘা জমিতে বালুভরাট করে অবৈধ দখলের ঘটনায় কার্যত সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

অভিযোগের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার স্বরণখালী গ্রামের নিতাই লাল বাছাড়ের ছেলে ত্রিনাথ বাছাড় ও আলমতলার মৃত শরিতুল্লা গাজী ছেলে মুজিবর রহমান গাজী সেখানকার কপোতাক্ষ নদের চরভরাটি প্রায় ১ বিঘা জমির অবৈধ দখল নিয়ে সেখানে বালি ভরাট করেছে।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সৃষ্ট আবহাওয়ায় দিনভর বৃষ্টির সুযোগে নদের চরভরাটি সরকারী সম্পত্তি দখলে মেতে উঠেন তারা। এবিষয়ে এলাকাবাসী উপজেলা পানি উন্নয়ন বোর্ডকে জানালে কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দিলেও দখল হওয়া জমি পুনরুদ্ধার কিংবা সেখান থেকে বালু অপসারণে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, নদের চরভরাটি সরকারী সম্পত্তি বালুভরাট করে দখল করা অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই কঠোর অবস্থানে রয়েছেন। নদী অথবা সরকারী জলাশয়ের জায়গা জবর দখল করে ভরাট করা যাবে না। যদি কেউ এ ধরনের অপকর্ম করে তাহলে তাদেরকে আইনের আওতায় নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু আহম্মদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন যে, দখলকৃত সম্পত্তি কপোতাক্ষের চরভরাটে জায়গা। এরপর কাজ বন্ধ করে সংশ্লিষ্ট দখলদারদের ৩ দিনের মধ্যে বালু অপসারণের নির্দেশ দিয়েছিলেন বলেও জানান তিনি।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঘটনার দীর্ঘ দিন অতিবাহিত হলেও দখল হওয়া জমির সীমানা থেকে এখন পর্যন্ত ভরাটি বালু অপসারণ কিংবা দখলদারদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। সরকারী জমি দখলের ধারাবাহিক কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা এলাকাবাসীকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!