খুলনার পাইকগাছার চাঁদখালী এলাকায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি অবৈধ দখল নিয়ে দু’পক্ষের চরম বিরোধ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ন্যায় চাঁদখালী এলাকায় কপোতাক্ষ নদের জেগে উঠা চরভরাটি কয়েকশ’ বিঘা জমি দীর্ঘ কয়েক বছর আগে থেকেই অবৈধ দখলদারদের কজ্বায় রয়েছে।
তথ্যানুসন্ধানে জানাযায়, স্থানীয় মান্নান গাজী,মঈনুল হোসেনসহ ১৩ জন মিলে নাম মাত্র একসনা বন্দোবস্ত নিয়ে প্রায় শতাধিক বিঘা জমি ভোগ দখল করে আসছে।
স্থানীয় ময়না বেগমসহ অনেকেই জানান, দীর্ঘ দিন যাবৎ ডিসি আর বন্ধ রয়েছে। তবুও কয়েক বছর আগের নামমাত্র বন্দোবস্ত নিয়ে কয়েকজন শ’ শ’ বিঘা জমি অবৈধ দখলদারদের কজ্বায় থাকায় একদিকে যেমন সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে,অন্যদিকে তেমনি প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হচ্ছে।
অন্য দিকে স্থানীয় বাবু সরদার,মুসফিকসহ ১২/১৩ জন যুবক জানান, তারা কপোতাক্ষের অবৈধ দখলদারদের কজ্বায় থাকা চরভরাটি জমি দখল মুক্ত করে সেখানে বনায়ন শুরু করে কর্মমুখী হতে চায়। এ নিয়ে তাদের সাথে বর্তমান দখলদারদের চরম বিরোধ সৃষ্টি হয়েছে।
এদিকে দু’পক্ষের চরভরাটি জায়গা নিজেদের দখলে নেওয়ার জেরে সৃষ্ট বিরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাজ বন্ধ করে দিয়ে তাৎক্ষণিক বিষয়টি নিয়ন্ত্রণ করেছে।
এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস জানান, এর আগে কপোতাক্ষের কয়েকশ’ বিঘা চরভাটি জমি দখল করা হয়েছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই সকল সরকারি জমি দখলমুক্ত করবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, সরকারী সম্পত্তি কোন অবস্থাতেই কাউকে দখল করতে দেয়া হবেনা। এমনকি যদি কেউ অবৈধভাবে চরভরাটি সরকারি জমি দখল নিয়ে থাকে অবশ্যই তা তদন্তপূর্বক দখলমুক্ত করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই