খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস
  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২

পাইকগাছায় অতিথি পাখি শিকারীর ৭ দিনের কারাদন্ড

পাইকগাছা প্রতিনিধি

অতিথি পাখি শিকার করায় খুলনার পাইকগাছায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ সাজা দেন।
পাখি শিকারী মোঃ হাসিব রহমান (৩২) উপজেলার চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা মোঃ কুদ্দুস মোড়লের ছেলে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখলীর গজালিয়া মাঠ থেকে একজন পাখি শিকারীকে বিভিন্ন প্রজাতির ৯টি অতিথী পাখি, একটি এয়ারগান ও ১০০ রাউন্ড সীসার গুলি সহ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন আটক করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে  বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারায় অভিযুক্ত শিকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলে পাখি শিকার বন্ধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!