খুলনার পাইকগাছায় এবার মসজিদের জমি জবরদখলের ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর জামে মসজিদ (মানিকতলা) এর জমি জনৈক প্রভাবশালী তোরাব আলী মোড়ল জবরদখল করেছে। এঘটনায় মসজিদের সভাপতি হারুন অর রশিদ পাইকগাছা থানায় জিডি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। জিডি নং ৩৭১।
জানা যায়, গোপালপুর মৌজার এস এ ৮৯ খতিয়ানের ১৮১,১৮২,১৮৩ দাগে ১৯ শতক জমি রয়েছে। যা বর্তমান মাঠ জরিপে মসজিদের নামে আলাদা খতিয়ান হয়েছে। যার নং ১০ , দাগ নং ৫২২, ৫২০, ৫২৩, ৫২৫ । উক্ত জমির ৫২২ ও ৫২০ দাগের কিছু জমি স্থানীয় মৃত ছবেদ মোড়লের পুত্র তোরাব আলী মোড়ল রাতের আঁধারে নিজেদের দখলে নিয়েছে।
সর্বশেষ লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া গত ৭/১/২২, ১৭/১/২২, ২৩/১/২২ তারিখে শুনানি করলে তোরাব আলী মোড়ল কোন প্রকার শালিসি বিচার মানেন না বলে জানিয়ে দেন।
এ ঘটনায় স্থানীয় মাহফুজুর রহমানসহ মসজিদের একাধিক মুসল্লীরা জমি দখলের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে যাতে করে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় সে ব্যাপারে প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।