খুলনার পাইকগাছা উপজেলার সোনাতনকাটি গ্রামের ১৮ বছর বয়সী এক প্রতিবন্ধি ধর্ষণের মামলা প্রত্যাহারে বাদীকে আসামিপক্ষ প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহারের বিনিময়ে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব আসামি পক্ষ দিচ্ছে। বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। থানায় জিডি করেছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, এ বছরের ১৯ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় সোনাতনকাটি গ্রামের পরিত্যক্ত বিল্ডিং এর সিঁড়ির নীচে ধর্ষণের ঘটনা ঘটে। পরেরদিন সংশ্লিষ্ট থানায় মামলা হয়। মামলায় চারজনকে স্বাক্ষী করা হয়েছে।
এ ঘটনায় একই গ্রামের আমজাদ হোসেন শেখের পুত্র মোঃ রকি শেখ জড়িত বলে সন্দেহ করা হয়েছে। পুলিশ একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে। বাদী পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি করেছে।