পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশ করায় শিক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদ এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত শিক্ষকের নাম মুকুল ফৌজদার। তিনি ডুমুরিয়া উপজেলার কুলটি বালিকা বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক। বৃহস্পতিবার ডুমুরিয়া এন জি সি এন্ড এন সি কে মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে সাধারন গনিতের পরীক্ষা ছিল। বেলা ১১টায় এম সি কিউ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে উপজেলার কুলটি বালিকা বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক মুকুল ফৌজদার কেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশ করেন। এসময় কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ উক্ত শিক্ষককে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চান। তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উক্ত শিক্ষককে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এসজেড