সাতক্ষীরার কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে কলারোয়ার হেলাতলা এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিন মাসের কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ সজিব আহমেদ (২৪)। তিনি খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, কলারোয়ার হেলাতলা এলাকায় এক ব্যবসায়ী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এমন খবরের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭৫০০ মন কাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ আইন লঙ্ঘন করে এসব কাঠ কয়লা তৈরির জন্য সেখানে প্রস্তুত রাখা হয়েছিল।
অভিযানকালে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক কাঠ পুড়িয়ে কয়লা তৈরিকারী আবুল বাশারকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে, তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী মোঃ সজিব আহমেদকে এই দন্ড প্রদান করেন।
বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় পরিচালিত উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এর সাথে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলামসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, জরিমানার তিন লাখ টাকা তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ব্যবসায়ী সজিব আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। জরিমানার তিন লাখ টাকা পরিশোধ সাপেক্ষে সে কারাগার থেকে মুক্তি পাবে বলে জানান তিনি।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত বৃহস্পতিবার (১ মে) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/এনএম