খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সর্বদলীয় বৈঠক : বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল যমুনায়
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া

“আমরা সুধিব দেশের ঋণ, পরিবেশ সুরক্ষায় আপোষহীন”। এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের অন্যতম পরিবেশবাদী সংগঠন “আলোর মিছিল’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সুন্দরবন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিলো র‍্যালী, মোমবাতি প্রজ্জ্বলন মিছিল ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে দিঘলিয়া উপজেলার দেয়াড়া (তেঘোড়ী) দীঘল দ্বীপে আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধূরী।

আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, আলহাজ্ব সারোয়ার খান কলেজের প্রভাষক অধ্যাপক মনিরুল হক বাবুল, আলোর মিছিলের উপদেষ্টা মোল্যা মাকসুদুল আলম, জি এম আকরাম হোসেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ হাফিজুর রহমান সানি, আলোর মিছিলের উপদেষ্টা কৃষিবিদ ফজলে রাব্বি বাধন। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ আলোর মিছিলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সোহাগ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!