খুলনা, বাংলাদেশ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২১ মে, ২০২৪

Breaking News

  উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি : সিইসি
  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ নন : আব্দুর রহমান

গেজেট ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না, তার বক্তব্য দলের বক্তব্য নয়। এমনটা জানিয়েছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

শনিবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমার প্রথম কথা হল, এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী নিজেই ভালো বলতে পারবেন। যদি ধরে নেই মিডিয়া এবং সংবাদমাধ্যমে যেভাবে এসেছে সেই কথাটি তিনি বলেছেন, তাহলে আমি দলের পক্ষ থেকে আপনাদের বলি, এটি আমাদের দলের কোন কথা না। আমাদের দল সব সময় মনে করে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আমরা কোন অবস্থাতেই ভুলতে পারব না।

তিনি আরও বলেন, কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মাটি মানুষের ভেতর থেকে যে দল গড়ে উঠেছে, যে দলের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে, সেই দল কখনোই কোনও বিদেশি শক্তি নির্ভর ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার নীতিতে বিশ্বাস করে না।

আপনারা কি কিছুটা বিব্রত এই বক্তব্যে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, তিনি আমাদের দলের কেউ না, তাই তার এই বক্তব্যে দল বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না। তবে তাকে অনুরোধ করবো, এমন কিছু বলবেন না যাতে দুষ্ট লোকেরা এর সুযোগ নিতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন।

দলগতভাবে পররাষ্ট্রমন্ত্রীকে কিছু জানানো হয়েছে কিনা সেই উত্তরে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিজেই কথা বলবেন।

আরেক প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, এর আগেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ বেহেশতে আছে বলতে তিনি বুঝিয়েছেন, আজকের যে বৈশ্বিক পরিস্থিতি তার মধ্যে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় এখনই সহনশীল তাই বুঝিয়েছেন।

এদিকে একই অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনকেও প্রশ্ন করা হলে, তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!