খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

পদ্মা সেতু : নগরীতে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র আনন্দ শোভাযাত্রা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

আমরা বৃহত্তর খুলনা বাসীর উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ডাকবাংলো রোডস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে বের হয়ে খুলনা নগরীর রয়্যাল মোড়-রুপসা কাষটমঘাট- শিববাড়ী মোড়- নিউমার্কেট- খালিশপুর-দৌলতপুর- ফুলবাড়ীগেট ঘুরে ফেরিঘাট মোড়ে এসে শেষ হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার শুভ সূচনা করেন।

এ সময় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ এর সম্পাদক মাহাবুব আলম সোহাগ, সোনাডাঙা থানার সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, বাংলাদেশের ওর্য়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিলু, খুলনা মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন এর খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর পরিচালনায় এ সময় উপস্থিতি ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, কামরুল ইসলাম, মুন্সি আহমেদ হোসেন, আনন্দ শোভাযাত্রার আহবায়ক আছাদুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ইঞ্জিঃ সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির কাউসার মিজু, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সমাজ কল্যান সম্পাদক রফিকুল ইসলাম, এস এম হাসান, সাকিব খান প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক চিত্র বদলে যাবে। মংলা -পায়রা -ভোমরা -বেনাপোল বন্দরে ফিরে আসবে প্রানচাঞ্চল্য, সৃষ্টি হবে নতুন কর্ম সংস্থানের। অনেক প্রতিকূলতার মধ্যেও পদ্মা সেতু নির্মাণ করায় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!