নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আলোচকরা বলেন, এই সেতু চালুর মধ্যে দিয়ে খুলনাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। আলোচনা সভায় সভাপতি ছিলেন অধ্যাপক মো: রফিকুল ইসলাম।
সভায় ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের জন্য অধ্যাপক রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মো নাসিরউদ্দিন আকনকে সদস্য সচিব ও আলহাজ্ব রুস্তম আলী হাওলাদার, ইন্জিনিয়ার আবদুল মান্নান ও আলহাজ্ব শেখ সরোয়ার হোসেন কে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/ আ হ আ