খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত ও চারজন আহত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) রাত ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কে সদর উপজেলার গোবরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় হানিফ মোল্যা নামে ২৫ বছর বয়সী মটরসাইকেল চালকের। একই সঙ্গে আহত হয় তার সঙ্গী।

এদিকে রাত সাড়ে নয়টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে একই উপজেলার গাবতলা এলাকায় বাসের ধাক্কায় মুরগির পিকআপ উল্টে আহত হয় তিনজন। আহতদের মধ্যে গুরুত্বর দুইজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দাদিকে দেখে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সুমন ও তার চাচাতো ভাই মুন্না। পতিমধ্যে গোবরা ব্রিজের কাছে একটি মালবোঝাই ট্রাক বেপরোয়াগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে চালক সুমন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে নড়াইলগামী একটি মুরগি বোঝাই পিকআপ যশোরমুখী একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে চালকসহ তিন আরোহী আহত হয়।

দুটি ঘটনায় আহত সকলকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেল্পার পালিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!