নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। শনিবার (০৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন (৩২) নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের মকবুল শেখের ছেলে।
এই সময় মাগুরা রাজাপুরগ্রামের হাফেজ মোঃ সাজ্জাদ (২২), বেরইল গ্রামের কৌশিক (১৮), সাব্বির (২৫), মঞ্জু সরকার(২৮), রিপন তরফদার(৩৮), লিমা(২৫)সহ ১২ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর অবস্থায় এক জনকে যশোর ও অন্যজনকে খুলনায় পাঠানো হয়েছে।
বাসের যাত্রী রফিকুল ইসলাম জানান, চালক বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন। একটি নসিমনকে অতিক্রম করে আগে যাবার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্র হারিয়ে খাদে পড়ে যায়।
নড়াইল ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, নড়াইল থেকে একটি যাত্রিবাহী বাস মাগুরা যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ঘচনাস্থল থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।