ভারত থেকে আগত ৯৯ জন বাংলাদেশী নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষ্যে নড়াইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ( টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করা হয়েছে।
তারা নড়াইল, যশোর, খুলনা, মাগুরা জেলার বাসিন্দা। গতকাল শুক্রবার তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং রাত ১১ টারদিকে তাদের যশোর থেকে নড়াইলে নিয়ে আসা হয়।
শনিবার(০১ মে) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে ( টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ভারত থেকে আগত কোয়ারেন্টাইনে থাকা এই সব নাগরিকদের সামগ্রিক বিষয়ে খোজ খবর নেন।
উল্লেখ্য করোনা সতর্কতায় নড়াইল কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) ডরমেটরি ভবনে ১শ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে সেখানেই ভারত থেকে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হলো।
খুলনা গেজেট/ এস আই