নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিষ্য চিত্রশিল্পী কাজল মুখার্জীর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে এই উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে স্মরণ শোভাযাত্রা, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ আলোচনার আয়োজন করা হয়।
সকাল ৮ টায় সুলতান মঞ্চ থেকে স্মরণ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল শহরের ভওয়াখালী গ্রামে শিল্পীর সমাধী চত্ত্বরে এসে শেষ হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, সহ সভাপতি মাহবুবুর রহমান লিটু, মুর্ছনা সংগীত নিকেতনের সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, লাল বাউল সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সরোয়ার ফকিরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতি বছর বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হলেও এবার করোনা সতর্কতায় সিমিত আকারে শিল্পীর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম