নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য লেফট্যানেন্ট কর্নেল (অব.) এ এস এম এনামুল হক মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
লেফট্যানেন্ট কর্নেল (অব.) এ এস এম এনামুল হক ১৯৪৫ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ছমদ আলী হাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম আলী আহমদের তৃতীয় সন্তান।
মরহুমের ভাতিজা মঈন উদ্দিন আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান।
কোম্পানীগঞ্জের বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এনামুল হক ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন শিকদার ঢাকা পোস্টকে বলেন, তার একমাত্র মেয়ে আমেরিকা থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন। তিনি ফিরলে আগামী সোমবার (২৪ জুলাই) এনামুল হককে নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম