এশিয়া কাপের পর্দা উঠছে আজ। পাকিস্তানের মুলতানে নেপাল মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি। সেই ম্যাচেরই একাদশ আগের রাতে ঘোষণা করে দিয়েছেন বাবর আজমরা।
সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করে দলগুলো। তবে গতকাল পাকিস্তান ব্যতিক্রম কিছু করল। অবশ্য অ্যাশেজের সময় ইংল্যান্ডকেও দেখা যায় ম্যাচে নামার আগেই দল ঘোষণা করতে।
প্রতিপক্ষের বিপক্ষে শক্তিশালী একাদশই ঘোষণা করেছে পাকিস্তান। পরিসংখ্যান ও ইতিহাসে নেপাল বেশ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকেরা। চার ব্যাটারের সঙ্গে চার অলরাউন্ডারকে একাদশে রেখেছে তারা।
ইমাম উল হকের সঙ্গে ওপেনিং করবেন ফখর জামান। তিন ও চারে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এরপর চার অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খানের সঙ্গে থাকছেন মোহাম্মদ নওয়াজ। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন নাসিম শাহ ও হারিস রউফ।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
খুলনা গেজেট/এমএম