খুলনা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে খুলনা সদর থানা পুলিশের মামলা দায়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (৩১ মার্চ) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সভা সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার। কিন্তু হঠাৎ করে খুলনার পুলিশ প্রশাসন বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সকল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছেন যা মোটেই কাম্য নয়। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
একই সাথে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি