নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে মোংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১২টায় তাকে আদালতে তোলা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান, খুলনা নগরের ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে সজলকে মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে সজল। এর একাধিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
খুলনা গেজেট/এইচ/এনএম