খুলনাসহ দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দু’দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা মহানগর আহ্বায়ক ও সাবেক সিটি মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। পরিচালনা করেন সদস্য সচিব নারীনেত্রী রেহানা ইসা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতা নিজামুর রহমান লালু, সিরাজুল হক নান্নু, এ কে এম শহীদুল ইসলাম, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট গোলাম মাওলা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাওছারী জাহান মঞ্জু, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন।
উপস্থিত ছিলেন এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, এড. শরিফুল জোরদার খোকন, এ্যাড. মোমরেজুল ইসলাম, এড. মাসুম আল রশিদ, কামরুজ্জামান টুকু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদি হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, শাহিনুল ইসলাম পাখি, মর্শিদুর রহমান লিটন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, ওয়াহিদুজ্জামান, মুরশিদ কামাল, ইকরামুল কবির মিল্টন, হাসানুর রশীদ মিরাজ, অধ্যাপক গুলশান আরা, মশিউর রহমান যাদু, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, নাজির উদ্দিন আহমেদ নান্নু, মোল্লা মজিবুর রহমান, হাফেজ আবুল বাশার, অধ্যাপক মুন্সি শফিকুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিন, রাহাত আলী লাভলু, জসিম উদ্দিন লাবু, কেসিসি’র কাউন্সিলর হাফিজুর রহমান মনি, আবু সায়ীদ হাওলাদার, আব্বাস তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, বদরুল আনাম, হাসনাহেনা, মাহবুব হোসেন, সরদার রবিউল ইসলাম রবি, আনসার আলী, হারুন-অর-রশিদ, মেজবাহউদ্দিন মিজু, এনামুল হক সজল, মোল্লা ফরিদ আহমেদ, মোস্তফা কামাল, তহিদুল ইসলাম খোকন, মোজাফফর হোসেন, ওয়াহিদুর রহমান দিপু, আব্দুল জব্বার, হেদায়েত হোসেন হিদু, আব্দুল আলিম, ওয়াহিদুজ্জামান, গৌতম দে হারু, মাজেদা খাতুন, মনিরুল ইসলাম, জুলকার নাইন, জামাল উদ্দিন মন্ডল, আলহাজ্ব সাব্বির হোসেন, মোহাম্মদ আলী, হুমায়ুন কবির, জাকারিয়া লিটন, রাজু আহমেদ, সাইফুল ইসলাম রাজ্জাক, ডাক্তার ফারুক হোসেন, চমন আরা, সেলিম বড় মিয়া, মনিরা সুলতানা, লায়লা পারভীন, আব্দুল মাজেদ, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, কাজী মুহাম্মদ মাসুম ও মশিউর রহমান লিটন প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন