বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে না।
বিএনপি এক দফা ঘোষণা করে সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নগর আওয়ামী লীগের নেতারা ও অংশ নেন।
খুলনা গেজেট/এনএম