দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে কতিপয় নেতৃবৃন্দ গতকাল বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সম্প্রতি নামাজের সময় মসজিদের সামনে দিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের ঢাক-ঢোল বাজিয়ে শশ্মানে যাওয়া, মুসল্লীদের সাথে কথা কাটাকাটি, পরের দিনের সহিংসতা-মন্দির, মন্দিরের বিগ্রহ, দোকান, ঘর-বাড়ি ভাংচুরের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলে শান্তনা দেন এবং তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। একইসাথে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার উদাত্ত আহবান জানান। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অনাকাঙ্খিত এই সহিংসতার তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থ এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম, রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গাজী আলাউদ্দিন আহমদ, রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান বাবলু, রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রোটাঃ মোঃ রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, নাঈম ফারহান, এইচ এম নাহিয়ান আবিদ প্রমুখ।
খুলনা গেজেট/এনএম