খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত
  দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে আজই প্রজ্ঞাপন জারি : মাহফুজ আলম
  সাবেক সচিব আমিনুল ও নজিবুর রহমান ৩ দিনের রিমান্ডে

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে সরকার আন্তরিক নয় : নগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতিরোধে সরকার আন্তরিক নয় বলে দাবী করেছে খুলনা মহানগর বিএনপি। মাসের পর মাস চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আদা ও সবজির মূল্য আকাশ চুম্বি হওয়ায় জনগণ দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে হওয়ায় নিম্ন আয়ের মানুষের দীর্ঘ শ্বাসে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গরীবের ডাল ৫০ টাকা থেকে ৭০ টাকা বৃদ্ধি, চিনি ৫০ টাকা থেকে বেড়ে ৫৭/৭০ টাকা, তেলের মূল্য, আলুর মূল্য সরকার নির্ধারণ করলে তা কার্যকর হয়নি। মাছ,মাংস গরীবের ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় সবজি দয়িইে তাদরে চলছিলো। আমিষের ঘাটতি সবজির দামও আকাশ চুম্বি হওয়ায় নিম্নআয়ের মানুষ ভীষণ কষ্টে আছে। সরকারের মনিটরিং না থাকায় অসৎ ব্যবসায়ীরা বেপরোয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!