খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ : খুলনা বিএনপি

নিজস্ব প্রতিবেদক

চাল, ডাল, তেল, পিয়াঁজ–সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, মুনাফাখোর ও মজুদদারদের কারসাজির কারনে পণ্যমূল্য আকাশচুম্বি। দুর্নীতি লুটপাট ও অসাধু চক্রকে যারা নিয়ন্ত্রনে আনবে তারাই জালিয়াতির সাথে জড়িত। রক্ষক এখন ভক্ষকে পরিনত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে মানুষ, তার উপরে লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন আর মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্ত। করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার, আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। জীবন বাচাঁতে নাভিশ্বাস ওঠা ক্রেতা বাধ্য হয়ে বাড়তি দামেই বাজার সেরে ঘরে ফিরছেন। করোনাভাইরাসের সংক্রমণের ক্রান্তিকালে মানুষ যখন চাকরি-বাকরি হারিয়ে কোনোরকমে বেঁচে থাকার চেষ্টা করছে, ঠিক তখন পণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা। বাজারে নিত্যপণ্যের দামের লাগাম টানতে সরকারকে উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদানে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।সূত্র: খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!