খুলনা মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ বলেছেন, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য বিএনপি আন্দোলন করছে এবং ভবিষ্যতেও আন্দোলন করে যাবে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। এমনিতেই দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। তার ওপরে আবার গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা গণবিরোধী সিদ্ধান্ত। নেতৃবৃন্দ এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানান।
খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় মঙ্গলবার (২২ মার্চ) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বক্তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ আরও বলেন নির্বাচন কমিশন (ইসি) যতই সংলাপ করুক তা কোনো কাজে আসবে না। দেশের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতির সংখ্যা দেখেই বোঝা যায় এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই। এই নির্বাচন কমিশনের (ইসি) কোনো সংলাপ নিয়ে বিএনপিরও কোনো আগ্রহ নেই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা যতই সংলাপ করুক না কেন কোনো কাজে আসবে না। বিএনপির একমাত্র দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।
বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সহসভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব কায়সার এর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, নিজামুর রহমান লালু, এড. গোলাম মওলা, এড. মশিউর রহমান নান্নু, সাদিকুর রহমান সবুজ, এড. সত্য গোপাল ঘোষ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম, সামসুর রহমান, কাজী শফিকুল ইসলাম শফি, আবুল কালাম শিকদার, এইচ এম আবু সালেক, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, মোল্যা মুজিবর রহমান, আশরাফ হোসেন, ইমতিয়াজ আলম বাবু, রফিকুল ইসলাম শুকুর, ম শ আলম, রবিউল ইসলাম রবি, সাজ্জাদ আলী, মেজবাহ উদ্দিন মিজু, জাহিদ কামাল টিটো, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, হারুন অর রশিদ, ওমর ফারুক, হেদায়েত হোসেন হেদু, ইকবাল হোসেন, সাকিল আহমেদ, শফিকুল ইসলাম শাহিন, তৌহিদুল ইসলাম খোকন, বাচ্চু মীর, সরদার রবিউল ইসলাম রবি, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, ডা. হালিম মোড়ল, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান ডিকেন, জাকারিয়া লিটন, মোহাম্মদ আলী, খান মঈনুল হাসান মিঠু, শামীম খান, সায়মুন ইসলাম রাজ্জাক, হুমায়ুন কবির, আলমগীর হোসেন বাদশা, কাজী ফজলুল কবির টিটো, মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম লিটন, রিয়াজুর রহমান, মাজেদা খাতুন, শাহনাজ পারভীন, কাজী একরাম মিন্টু, এস এম জসিম উদ্দিন, আব্দুর রব মুন্সি, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, আশরাফ ঢালী, আরিফুজ্জামান মন্টু, শেখ ইউনুস আলী, সেলিম আহমেদ, আসলাম হোসেন মোল্যা, হাবিবুর রহমান, জসিম খান, জামাল হোসেন, অহিদুল ইসলাম, সেলিম আহসান, নুরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, হৃদয় হোসেন, আকবর হোসেন, নুরুল ইসলাম নুরু, মোক্তার হোসেন, এড. মঞ্জুর কাদের মিঠু, এড. এহতেশামুল হক জুয়েল, এড কামাল হোসেন, এড. মনিরুজ্জামান খোকন, এড. আসলাম হোসেন, এড. ওমর ফারুক বনি, এড. রফিকুল ইসলাম, খান রাজিব আহমেদ, শাহারুজ্জামান মুকুল, গোলাম নবী ডালু, মেহেদী হাসান মিঠু, শাহাবুদ্দিন আহমেদ, আবু তালেব, কবির বিশ্বাস, এম এ হাসান, তানভীর প্রিন্স, আরিফুর রহমান, মাহমুদ হাসান মুন্না, এমরান হোসেন, শেখ আল মামুন, মাসুদ রুমী, আবুল কালাম, আবু হোসেন, মহিউদ্দিন বাবু, ইসমাইল হোসেন, করিম বাবু, জাফর হাওলাদার, সেলিম কাজী, অহিদুল বাবু, লিটু পাটোয়ারী, সোহাগ জমাদ্দার, এড আসাদুল আলম, এড. কামাল হোসেন, নাসির হোসেন, শামীম খান, এনায়েত আলী, মনি সাহা, সাহেদ মৃধা, সজীব হোসেন, আকাশ, আল আমিন, গোলাম রাব্বী, লাভলু শেখ, ছমির উদ্দিন, ফজলুর রহমান মিঠু, ফাতেমা বেগম, শাহীন শিকদার, মুনসুর আলী বাবলু, শেখ মুরাদ আহমেদ, মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম বুলবুল, ওহিদুল ইসলাম, কামরুল আলম শেখ, লায়লা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় দোয়া করেন মাওলানা আব্দুল গফ্ফার। খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএ