খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

এলপি গ্যাস, ভোজ্য তেল, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট খুলনার আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সিপিবি নারীসেল নেত্রী সুতপা বেদজ্ঞ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল খালেক, জাপা নেতা শাহ মোঃ লায়েক উল্লাহ, নিরাপদ সড়ক চাই ‘নিসচা’র মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি খুলনার সভাপতি তোবারেক হোসেন তপু, বৃহত্তর খুলন উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দীন, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুল মিনা, কবি সৈয়দ আলী হাকিম, টিইউসি নেতা এস এম চন্দন, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কান্তি মন্ডল, অ্যাড. মেহেদী ইনসার, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, দেশ বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা দেশ আহমেদ রাজু, অ্যাড. এফ এম মুস্তাকুজ্জামান মুক্তা, দীপক ভদ্র, যুব ইউনিয়নের মৌফারশের আলম লেনিন, বেবী বিশ্বাস, কাকলি আক্তার কণা, শারমিন আক্তার পিয়া,আসলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় ব্যবসায়ীমহল চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। সরকারের অসহায়তা মারাত্মকভাবে প্রকট। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!