নিতিন, শ্রীলীলা ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিনীত ভেঙ্কি কুদুমুলার রবিনহুড বর্তমানে আলোচনায় আছে। তেলেগু কমেডি ঘরানার সিনেমাটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। তবে নির্মাতারা সিনেমাটি নিয়ে ছড়ানো জল্পনার ব্যাখ্যা দিয়েছেন।
রবিনহুডের প্রযোজনা সংস্থা মাইথ্রি মুভি মেকার্স তাদের এক্স অ্যাকাউন্টে টিকিটের দাম বাড়ানোর গুঞ্জনকে মিথ্যা বলেছে।
নির্মাতারা স্পষ্ট করে বলেছেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে সাশ্রয়ী টিকিট মূল্যে দর্শকদের বিনোদন দেবে। তারা বলেছেন, টিকিটের দাম বৃদ্ধি কেবল অন্ধ্রপ্রদেশ ও তার আশেপাশের কয়েকটি নির্বাচিত প্রিমিয়াম থিয়েটারে প্রযোজ্য হবে। ভারতের অন্যত্র দাম অপরিবর্তিত থাকবে।
তারা আরও জানিয়েছেন, রবিনহুড শুরুতে ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তির কথা থাকলেও পরে অপ্রত্যাশিত কারণে তা স্থগিত করা হয়। সিনেমাটি এ বছরের ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।
রবিনহুডের প্রধান চরিত্রে নিতিন ও শ্রীলীলা ছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বিশেষ উপস্থিতি সিনেমাটিকে ঘিরে নানা গুঞ্জন তৈরি করেছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ভেনেলা কিশোর, রাজেন্দ্র প্রসাদ, শাইন টম চাকো, দেবদত্ত নাগে, ব্রহ্মাজি প্রমুখ।
নিতিন অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ইউ/এ শংসাপত্র পেয়েছে। কাহিনীসূত্র ক্লাসিক রবিনহুড থিম অনুসরণ করে। যেখানে ধনীদের থেকে চুরি করা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাওয়া ক্রিকেটার ডেভিড ওয়ার্নার রবিনহুডের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/এএজে