সাতক্ষীরায় নিখোঁজের চারদিন পর এক বৃদ্ধা মহিলার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলার শুকদেবপুর গ্রামে নিহতের বাড়ির প্রায় ১০০ গজ দূরে মাটিচাপা দেওয়া অবস্তায় এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম রৌফন নেছা (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শুকদেবপুর গ্রামের সিদ্দুকুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, সাতক্ষীরা সদর উপজেলার শুকদেবপুর গ্রামের সিদ্দুকুর রহমানের স্ত্রী বৃদ্ধা রৌফন নেছা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে মাটি আগলা দেখে এলাকাবাসির সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ শুকদেবপুর গ্রামে গিয়ে মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে। সিদ্দুকুর রহমানের বাড়ি থেকে প্রায় ১০০গজ দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল মরদেহটি। বৃদ্ধাকে পরিকল্পিত ভাবে হত্যা করে বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে শনাক্ত করতে তৎপরতা শুরু করেছে।
খুলনা গেজেট/ এস আই