খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

গেজেট ডেস্ক

খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানিতে রিসিভার নিয়োগ ও মূলধন ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি সোমবার (২০ জানুয়ারী) খুলনা ডিসি অফিসের সামনে বেলা ১১ টায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড খুলনা শাখার সংগ্রাম কমিটি আহ্বায়ক মুহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচি থেকে ভুক্তভোগী সদস্যরা বলেন, বাগেরহাটের আব্দুল মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কুরআন হাদিসের কথা বলে খুলনার স্বানামধন্য কিছু আলেম ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্য অংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, খুলনার জিরো পয়েন্টে ক্রয় কৃত জমি, আবু নাসের সংলগ্ন বাইপাস রোডে জমি,বয়রা বাজারে অবস্থিত প্রত্যাশা মার্কেট এবং এজাক্সস জুটমিল দেখিয়ে খুলনা অফিসের মাধ্যমে প্রায় ৩৪০০ গ্রাহকের নিকট থেকে ৮০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে গত নভেম্বর ২০১৯ ইং হইতে খুলনা শাখা অফিসের লেনদেন বন্ধ করে দেয়। আমরা কোম্পানির সাধারণ গ্রাহকরা কোম্পানির হেড অফিসে যোগাযোগ করলে তারা আমাদের মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করে এবং এমডি মান্নান তালুকদার লিখিত দেয় ২০২০ সালের মধ্যে সমস্ত টাকা ফেরত দেওয়ার। কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা আমাদের কোন টাকা ফেরত পাই নাই বরঞ্চ এখন জানতে পারতেছি মালিকের নিকট আত্মীয় এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা কোম্পানির নামে সদস্যদের টাকায় কেনা সম্পত্তি বিক্রি করে নিজেদের আখের গোছাচ্ছে এই অবস্থায় আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি, খুলনার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা রাষ্ট্রের সহযোগিতা কামনা করেছি, আমরা মানববন্ধন করে আমাদের দাবি জানিয়েছি, আজকের আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি, আমরা অত্যান্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের কথা কারো কাছে মূল্যায়িত হচ্ছে না আমাদের দূর অবস্থা কারো নজরে আসছে না, তারপরও আজকের অবস্থান কর্মসূচি থেকে জোর দাবি জানাই সরকার এই কোম্পানিতে রিসিভার নিয়োগ করে সদস্য দের মুলধন ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

অবস্থান কর্মসূচিতে সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন আইয়ুব হোসেন মিনা, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ লোকমান হোসেন, মাওঃ নাসির উদ্দিন, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মিজানুর রহমান গাজী,আলী আকবর, আবুল কাশেম, সৈয়দ রুস্তম আলী প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!