সাবেক সংসদ সদস্য ডাঃ গাজী আঃ হকসহ ৩১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে নাশকতা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার এইআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান ও এসআই হাসানুজ্জামান। অভিযোগপত্র নং-১২, তারিখ-৩১/০১/২০২৪ইং। ধারা বিস্ফোরক উপাদানাবলি আইন-১৯০৮ এর ৩ (এ/৪/৫/৬তৎসহ ১৪৩/৩৪১/৩৫৩/৩৪ প্যানালকোড)
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল ইং তারিখে জামিরা শাহাপুর সড়কের আইডিয়াল স্কুল সংলগ্ন একদল অজ্ঞাত দুস্কৃতিকারী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কের উপর ককটেল ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোটা উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ৩০/৩৫ জনকে অজ্ঞতা আসামী দিয়ে নাশকতা মামলা নং-১০, তারিখ-০৮/০৪/২৩ইং দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এইআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান ও এসআই হাসানুজ্জামান দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে প্রফেসর ডাঃ গাজী আঃ হকসহ ৩১ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দায়ের করে।
ফুলতলা থানার এজহারভুক্ত ১৭ জনের মধ্যে মোঃ নজরুল ইসলাম মোল্যা, মোঃ গণি ডাক্তার ও মোঃ আব্দুল্লাহকে বাদ দেওয়া হয়। নতুনভাবে অন্য ১৭ জনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দালিখ করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, সাবেক সংসদ সদস্য ডা: প্রফেসর ডাঃ গাজী আঃ হক দীর্ঘদিন শারিরীকভাবে অসুস্থ। তিনি উল্লেখিত ঘটনার সময় শয্যাশায়ী ছিলেন।
খুলনা গেজেট/কেডি