খুলনা, বাংলাদেশ | ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নারী নেতৃত্বের অহংকার ছিলেন আইভি রহমান : সালাম মূর্শেদী

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সবসময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত, রাজপথের নেতা। আওয়ামী লীগে সুসময় কিংবা দুঃসময়- সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট ও একুশে আগস্ট শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) সন্ধ‍্যায় খুলনাস্থ দলীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম এ সালাম বলেন, আওয়ামী লীগ সরকার নারীদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকার আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা চালিয়েছিল।

বিশেষ অতিথির বক্তৃতায় সারমিন সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ‍্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে আমাদের কাজ করতে হবে। তার সকল কর্ম আমাদের কাছে স্বরনীয় হয়ে থাকবে।

জেলা আওয়ামী লীগের সদস‍্য ও খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দীর ব‍্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা শহীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস‍্য অধ‍্যক্ষ ফ ম আ:সালাম ও সামসুন নাহার।

তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন তারা’র পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা বেগম, যুগ্ম সম্পাদক আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বানিজ‍্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা।

উপস্থিত ছিলেন মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, আনজুয়ারা সুমি, খাদিজা বেগম, নাসিমা কবীর,নাজমা বেগম, কাজল রেখা,দিপালী মালী, ইউপি সদস‍্য শিরিনা আকতার, রাবেয়া সুলতানা, চয়নিকা খাতুন, সাবেক ইউপি সদস‍্য রাশিদা বেগম,স্বপ্পা পাল, আসমা বেগম,হাসনা হেনা, আসমানী বেগম, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, যুবলীগের জসিম সরদার, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস‍্য মঈন উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, সেবা সংঘের তরিকুল, খলিল, সোহেল, আরাফাত, জাহিদুল, ইমন প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!