ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। “সুজন-সুশাসনের জন্য নাগরিক”এর আহ্বানে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, সম্পাদক এড. কুদরৎ ই খুদা, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, নারী নেত্রী রসু আক্তার, এড. শামীমা সুলতানা শিলু, পেইভ-এর পীস এ্যাম্বেসেডর শরিফ শফিকুল হামিদ চন্দন ও নিজামউর রহমান লালু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শেখ আঃ হালিম, বিকাশিত নারী নেটওয়ার্কের জেলা সাঃ সম্পাদক লাকী আক্তার, খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, শেখ আইনুল হক, সাবিদ খান, শেখ হেদায়েত হোসেন, অবকাশ গণ গ্রন্থগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, রাজু আহমেদ, সুপ্রিয় মন্ডল, গণ সংহতি আন্দোলন জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরি সোহেল, ছাত্র ফেডারেশনের আহবায়ক আল আমিন শেখ, নজরুল ইসলাম, এস এম খলিলুর রহমান, ইউনুস আলী পাটোয়ারী, শফিকুল ইসলাম, প্রমূখ। মানববন্ধন পরিচালনায় ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনসহ সকল ধরণের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। প্রতিটি ঘটনা তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিদ্যামান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যু দন্ড। ধর্ষকপোষা রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমবেতভাবে রুখে দাড়াতে হবে।
খুলনা গেজেট / এমএম