নারায়ে তাকবির আল্লাহু আকবর স্লোগানে মুখরিত জামায়াতের কর্মী সমাবেশ স্থল ও আশপাশের এলাকা। নেতাকর্মীদের মাঝে যেন ঈদের আমেজ, বিভিন্ন ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ২ টায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও আরও অন্যান্য অতিথি উপস্থিত থাকবেন।
এসময় কথা হয় রুপসা থেকে আসা আক্তার নামের একজনের সাথে।তিনি বলেন, আমি জামায়াতের আমিরের কথা শুনার জন্য রুপসা থেকে মটর সাইকেল যোগে এসেছি।
দেড়ায়া থেকে আসা পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, আমি আমিরকে দেখার জন্য পায়ে হেটে এসেছি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রখর রোদ্রে সমাবেশ স্থলে বসে বসে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। আর খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন তারা।
খুলনা গেজেট/এনএম