প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভুঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণে রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস।
তিনি বলেন, কমরেড হাফিজুর রহমান ভুঁইয়া শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শ্রমজীবি মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি পার্টির একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার নিরসন, ফুলতলায় পানি রক্ষা করাসহ শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। ভোগ বিলাসের লোভের বশবর্তী হয়ে তিনি কখনও আত্মসমর্পণ করেনি।
উপজেলা শাখা সভাপতি মাষ্টার সন্দীপন রায়ের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড কামরুল আহসান। পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এ্যাড. হাফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা দীপংকর সাহা দিপু, প্রবীন শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্যা। প্রভাষক গৌতম কুমার কুন্ডুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফারুক আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্যা, খানজাহান আলী থানা সম্পাদক আঃ সাত্তার মোল্যা, মহানগর শ্রমিক নেতা খলিলুর রহমান, দৌলতপুর থানার সম্পাদক অজয় দে, ফুলতলা থানা কমিটির সম্পাদক আরিফুজ্জামান বাবলু, আঃ মজিদ মোল্যা, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, সংস্কৃতিক জোটের শাহীন জামান পন, শ্রমিক নেতা হারুণ অর রশিদ, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।
খুলনা গেজেট/কেডি