খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০
  চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নানান চমকে হানিফ সংকেতের ঈদের ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এদিকে প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’।

ঈদ এলেই সব শ্রেণী-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখার জন্য। আজ (১ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে। ইত্যাদির ঈদ পর্বে গত তিন দশক ধরেই শত শত মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে।

বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। তারই ধারাবাহিকতায় এবারে এই গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের সম্মিলিত বর্ণিল পরিবেশনা ও মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিলো। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের মুখোমুখি হয়েছেন খুব অল্প কাজ করে স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান।

ইত্যাদির গত পর্বের ধারাবাহিকতায় এবার ঈদেও মুখোমুখি হয়েছেন ইত্যাদির নিয়মিত চরিত্র নাতি ও কাশেম টিভির রিপোর্টার। এছাড়াও রয়েছে ঈদকে ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর ডজনখানেক নাট্যাংশ। এসব পর্বে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা।

ইত্যাদির শিল্পী নির্বাচনে সবসময়ই থাকে চমক। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদির বিশেষ চমক হচ্ছে এই প্রথম একসঙ্গে ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

আর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। টিভি পর্দায় কোনো অনুষ্ঠানে তাদের দুজনের এটাই প্রথম গান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

ইত্যাদির শিল্প নিদের্শনা করেছেন যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!