নাটোরের সিংড়ায় বিপন্ন হিমালয়ী গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামে ইনসান আলীর বাড়ি থেকে শকুনটিকে উদ্ধার করে পরিবেশবাদী সংগঠনের চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় কাকিয়ান গ্রামের ধান ক্ষেতের কারেন্ট জালে আটকে শকুনটি অসুস্থ হয়ে পড়ে। পরে মোবাইল ফোনে ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিট ও রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবগত করে স্থানীয় কিশোর রাফিউল ইসলাম রাজ। ওই সূত্র ধরে সকালে শকুনটিকে উদ্ধার করা হয়। শকুনটি বর্তমানে পরিবেশকর্মী হাসান ইমাম ও আব্দুর রশিদের তত্ত্বাবধায়নে রয়েছে। রোববার সকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, এটা হিমালীয় গৃধিনী প্রজাতির শকুন। শকুনটিকে সুস্থ করে তুলতে সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
খুলনা গেজেট/কেএম