নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাফিকুল ইসলাম নামে এক ট্রাকচালকের মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে নাটোর-পাবনা-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত সাফিকুল (৩৭) পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আফছার আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাজধানী ঢাকা থেকে নাটোরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক হয়বতপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সাফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় ট্রাকচালকের সহকারি মো. মৃদুল ট্রাকের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃদুলকে উদ্ধার করেন। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খুলনা গেজেট/এনএম