খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদ সমাবেশে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ

গেজেট ডেস্ক

শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সমাবেশ ডেকেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। জাতীয় নাট্যশালার সামনে এই সমাবেশ চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নাট্যকর্মীরা।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার পর সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক আচমকা ডিম ছোঁড়ার ঘটনা ঘটে। এসময় নাট্যকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যান।

এ ঘটনার পর মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।”

নিরাপত্তাবাহিনীর উপর ক্ষোভ জানিয়ে মামুনুর রশীদ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের।’

পুলিশের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নাট্যকার মাসুম রেজাও, ‘এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’

ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

তিনি বলেন, ‘আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘দেশ নাটক’-র প্রোডাকশন ‘নিত্যপুরাণ’-র প্রদর্শনী চলাকালে একদল লোক উপস্থিত হয়ে দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুকে তাদের হাতে তুলে দিতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শিল্পকলার মহাপরচালক সৈয়দ জামিল আহমেদ নাটকটির প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দেন।

দেশ নাটক-র সদস্য এহসানুল আজিজ বাবুর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল। যদিও পরে সমালোচনার মুখে সে ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!