খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘নবীজীর কটাক্ষকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

আজ ১৩ জুন সোমবার বিকেল চারটায় পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ, এর খলীফা, গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব হযরাতুল আল্লাম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামের নবী নন, সকল নবীদের ও নবী, তিনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন, তাকে নিয়ে ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে কটুক্তি করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই,
পাশাপাশি আগামীতে কেউ যেন এমন ধৃষ্টতা প্রদর্শন করতে না পারে তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক আদালতে আইন করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করার জোর দাবি জানাচ্ছি ‌।

সংগঠনের সভাপতি মুফতী জাকির হুসাইন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মুফতী মানজুর আহমদ, এস এম আলমগীর হোসেন, আলহাজ্ব সৈয়দ তাজাম্মল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমজাদ হোসেন, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী রকিব উদ্দীন, মুফতী হুমায়ূন কবির, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী আবদুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আসাদুজ্জামান, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!