খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।
একই সাথে সিটি মেয়র প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নগরবাসীকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, সচেতনতা এবং সতর্কতাই এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। তিনি নিজেকে, নিজের পরিবারকে, সর্বোপরি খুলনাকে নিরাপদ রাখার স্বার্থে নববর্ষের অনুষ্ঠান পরিহার ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সিটি মেয়র বাংলা শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।
খুলনা গেজেট/ এস আই