নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ নদী-নালা, খাল-বিল ও জলাশয়কে রক্ষা করতে একত্রিত হয়ে কাজ করছে। এমনকি আজকে সমগ্র দেশ আপগ্রেড হয়ে গেছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডায়না মেগাসেডের কারনে। ঢাকায় মেট্ট্রোরেলের উদ্বোধন হয়েছে। দেশের জনগণের জীবনযাত্রার মান বেড়ে গেছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে রুপন্তরিত হয়েছি। নদীর নাব্যতা ও গতিপথ সচল রাখতে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ’র যশোরের মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবীর, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, মণিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিআইডবিøউটিএ’র পরিচালক শামছুন্নাহার, স্টেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমূখ।