সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার বিজ্ঞানী জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে সেই গ্রহে পানির সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই গ্রহের নাম দেয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি।
নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণ বেশি। প্রথমে এই গ্রহটি একটি অতি-উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসাবে পরিচিতি ছিল। বর্তমানে তাতে পানির উপস্থিতি দেখা গেছে।
বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে এক বার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা। অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর।
গ্রহটির আবহাওয়ায় পানির কণা খুঁজে পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপই। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও পানির উপস্থিতি ভাবিয়েছে বিজ্ঞানীদের।
খুলনা গেজেট/এনএম