খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই

নড়াইলে নেশার টাকা না পেয়ে মোটরসাইকেল ভাঙচুর, ঘরে আগুন

লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি

নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন ধরিয়ে দিয়েছে নেশাগ্রস্থ এক সন্তান। ঘটনাটি ঘটেছে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায়। বুধবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ভাদুলীডাঙ্গা এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে গোলক নেশার টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গোলক বিশ্বাস নেশার টাকার জন্য তার বাবা-মাকে কঠিন চাপ দেয়। বাবা-মা টাকা দিতে ব্যর্থ হওয়ায় গোলক তাদের মোটরসাইকেল ভাংচুর করে। এক পর্যায়ে মা-বাবাকে মারধর করে রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গোলকের বাবা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোলক বিশ্বাস পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা গেজেট /কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!